শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

আবারো বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করলো প্রথম আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ১০:৫৬

আপডেট: ৭ নভেম্বর, ২০২৫ ১০:৫৮

শেয়ার

আবারো বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করলো প্রথম আলো
ছবি: সংগৃহীত

বুধবার দৈনিক প্রথম আলো পত্রিকায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও এনসিপির সম্ভাব্য জোট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের প্রতিবেদনটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

দলটি বলেছে, প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতির পরিপন্থী। এই সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং একটি উদীয়মান রাজনৈতিক শক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এনসিপি জানায়, দলটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেনি। এমন কোনো প্রস্তাব দলের নীতিনির্ধারণী পর্ষদেও কখনো উত্থাপিত হয়নি।

দলটির পক্ষ থেকে আরো বলা হয়, প্রথম আলো তথাকথিত সূত্র-এর বরাতে যে খবর প্রকাশ করেছে, তা সম্পূর্ণ অনুমাননির্ভর ও মনগড়া। সাংবাদিকতার পেশাগত মান বজায় না রেখে মিথ্যা তথ্য প্রচার করেছে বলেও জানায় এনসিপি।

এই বিষয়ে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, এনসিপি কোনো দলের সাথে আসন সমঝোতা করেনি এবং ভবিষ্যতেও করবে না।

তিনি আরো বলেন, এনসিপি গণমানুষের দল এবং এককভাবে নির্বাচনে অংশ নেয়ার সামর্থ্য তাদের আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এনসিপি দেশের ভবিষ্যৎ রাজনীতি জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের ভিত্তিতে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া পরিচালনা করছে।

জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাওয়ার আকাঙ্ক্ষার কথাও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিস্তারিত ভিডিও লিংকে: https://www.youtube.com/watch?v=aODbkfUzx8g



banner close
banner close