অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিণাম শুভ হবে না। বিএনপি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে নতি স্বীকার করবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যশোর শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে স্মরণসভার আয়োজন করে জেলা বিএনপি।
মির্জা ফখরুল বলেন, তরিকুল ইসলাম ছিলেন ক্ষণজন্মা নেতা। দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি আজীবন আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন। এ সময় তিনি তরিকুল ইসলামের জীবন ও সংগ্রামের ওপর একটি বই প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল একমত হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। স্বাক্ষরের পর নতুন শর্ত বা নতুন বিষয় সংযুক্ত করার অপচেষ্টা অশুভ ফল বয়ে আনবে। অবিলম্বে তফসিল ঘোষণা করা না হলে দেশ অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে।
গণভোট ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে কোনো গণভোট গ্রহণযোগ্য নয়। এটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি জানান, বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী। “যারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চায়, জনগণ তাদের ক্ষমা করবে না।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক তথ্য সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সাবিরা নাজমুল মুন্নী, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আবুল হোসেন আজাদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট ইসহাক, মিজানুর রহমান খান, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, আনজারুল হক খোকন, মাওলানা আবদুল মান্নান, তানিয়া রহমান সুমি, আবুল হাসান জহির, আসাদুজ্জামান মিন্টু, দীপঙ্কর দাস রতন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সেলিম রেজা আওলিয়ার, এম তমাল আহমেদ, রাশিদা রহমান ও মোস্তফা আমীর ফয়সালসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








