চুয়াডাঙ্গা-দুই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন নির্বাচনি পথসভা ও আলোচনা সভায় অংশ নিয়েছেন।
পৃথক দুটি সভায় স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার রাতে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া ও উজিরপুর গ্রামে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় দামুড়হুদা ফকিরপাড়া গ্রামে ভিন্ন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘আমার উৎসব আমার, আপনার উৎসবও আমার কিন্তু দেশ আমাদের সবার।’
পরে একই উপজেলায় রাত আটটায় উজিরপুর গ্রামে পথসভায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আজিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাফেজ মুহসিন এমদাদুল্লাহ জামেন, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারী আবেদ-উদ-দৌলা টিটোন, যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল খালেক, আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আমির মাওঃ আবুল কাশেম জিহাদী, সেক্রেটারী মাওঃ ইমরুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন এক নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন।
আরও পড়ুন:








