শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

জামায়াতের ডা. শফিকের বিরুদ্ধে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ২১:০৮

শেয়ার

জামায়াতের ডা. শফিকের বিরুদ্ধে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা আগেই ঘোষণা করেছিল জামায়াত। এবার বিএনপিও আংশিক প্রার্থী ঘোষণা করেছে, দলটি আজ সোমবার (৩ নভেম্বর) জানালো ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থী কারা।

দুই দলের প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রার্থী হচ্ছে ঢাকা-১৫ আসন থেকে। তার বিপরীতে ধানের শীষ নিয়ে লড়বেন শফিকুল ইসলাম খান মিল্টন।

শফিকুল ইসলাম খান মিল্টন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন। কিছুদিন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

আসনটিতে শেষ পর্যন্ত দুইজনই প্রার্থী হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।



banner close
banner close