শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

চাঁদপুরে মহিলা জামায়াতের কোরআন তালিমে যুবদলের হামলা: জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

চাঁদপুর, প্রতিনিধি

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ০৯:০৬

আপডেট: ৩ নভেম্বর, ২০২৫ ১১:৩৪

শেয়ার

চাঁদপুরে মহিলা জামায়াতের কোরআন তালিমে যুবদলের হামলা: জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (গুলিসা) রাড়িগো ফুলের কাছের খাঁন বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নিয়মিত কোরআন তালিম চলাকালে যুবদলের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর (রবিবার) বিকেলে ঐ বাড়িতে দীর্ঘ ২০ বছর ধরে নিয়মিত সাপ্তাহিক ও মাসিক কোরআন তালিম ও প্রশিক্ষণ পরিচালনা করে আসছে জামায়াতের মহিলা বিভাগ। ওই দিন তালিম চলাকালে স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আছলাম এর নেতৃত্বে একদল যুবক বাড়িতে প্রবেশের চেষ্টা করে।

পর্দানশীল মহিলারা তাদের প্রবেশে বাধা দিলে, তারা অশালীন ভাষায় গালাগালি শুরু করে এবং উপস্থিত মহিলাদের ভিডিও ধারণের চেষ্টা করে। একপর্যায়ে তারা দরজায় ধাক্কাধাক্কি ও লাথি মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মহিলারা প্রতিবাদ জানালে হামলাকারীরা স্থান ত্যাগ করে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

এক বিবৃতিতে তিনি বলেন,“জুলাই বিপ্লব ২৪-পরবর্তী স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই নব্য স্বৈরাচারী ও সন্ত্রাসী হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। পর্দানশীল মা-বোনদের কোরআন তালিমে হামলা করা ঘৃণ্য কাজ।”

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন,“যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।



banner close
banner close