শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

স্বাধীনতার মতোই মুক্তির লড়াই জনগণের, সংবিধানের নয়: ব্যারিস্টার ফুয়াদ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ২১:০৪

শেয়ার

স্বাধীনতার মতোই মুক্তির লড়াই জনগণের, সংবিধানের নয়: ব্যারিস্টার ফুয়াদ
ছবি: বাংলা এডিশন

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭১ সালের মুক্তির সংগ্রাম কোনো আইন বা সংবিধানের ভিত্তিতে হয়নি, বরং ছিল মানুষের মুক্তির আকাঙ্ক্ষার ফল। সাধারণ মানুষের ঐক্য ও আত্মত্যাগেই আমরা স্বাধীনতা অর্জন করেছি।

রবিবার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার পর দেশে দুর্বৃত্তায়নের কারণে যেমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তেমনি আজও ফ্যাসিবাদী সরকারের দমননীতির কারণে মানুষ দিশেহারা। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন কোনো সংবিধান বা আইনের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল নাএটি ছিল ছাত্র, জনতা ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ মুক্তির আন্দোলন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে কারও একার কৃতিত্ব নেই। রিকশাচালক, বৃদ্ধা মা, পথচারী, দারোয়ানসবাই এই আন্দোলনের অংশ ছিলেন। জনগণের ঐক্যই ফ্যাসিবাদী সরকারের পতনের মূল শক্তি।

সরকারের সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে রাষ্ট্রযন্ত্র দখল করেছে যে প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনীর অনেক কর্মকর্তা দেশ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের এই অপতৎপরতার কারণেই দেশ এখন সংকটে পড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবি পার্টি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে কোনো অর্থবহ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা আগামী সরকারের অংশীদার হতে চাই না; বরং রাজনীতি করব কাংলাদেশএকটি কল্যাণমুখী বাংলাদেশগড়ার লক্ষ্যে।

সভায় এবি পার্টির ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্যসচিব জাহিদুল ইসলাম বশিরসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close