আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সকল দলকে সমান গুরুত্ব দিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গণভোট যেমন নির্বাচনের পূর্বেই দিতে হবে, ঠিক তেমনি বিচার এবং সংস্কার প্রক্রিয়াও জাতীয় নির্বাচনের আগে সমাপ্ত করতে হবে।
ফাহিম ফারুকী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবশ্যই গণহত্যাকারীদের বিচারের রায় দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে। আমরা জীবন দিতে পারি, কিন্তু জুলাই কখনো দেব না।
তিনি সকল দেশপ্রেমিক নাগরিককে আহ্বান জানান, জুলাই সনদ রক্ষায় ঐক্যবদ্ধ থেকে গণভোট ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য।
আরও পড়ুন:








