শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

নতুন মামলায় গেপ্তার কামরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ১৩:০৯

শেয়ার

নতুন মামলায় গেপ্তার কামরুল
নতুন মামলায় গেপ্তার কামরুল

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আরও এক মামলায় গেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) শাহবাগ থানার ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর করা এক হত্যাচেষ্টার মামলায় তাকে গেপ্তার দেখানো হয়।

এদিন এই মামলায় পুলিশ তাকে গেপ্তারের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তা মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নেয়া হয়েছে।

এর আগে আদালতে তাকে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিবেচনায় খাবার ও পানি দেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।

কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, ‘কামরুল ইসলাম ৭৮ বছরের প্রবীণ মানুষ। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তাই আমরা তাকে একটি চকলেট ও পানির বোতল দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে অবশ্য পানির বোতল দেয়া সম্ভব হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, তাদের অবগত না করেই হুট করে তাকে আদালতে আনা হয়েছে।



banner close
banner close