শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

রেজাউল করিম লিটন, ​চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১২:২০

শেয়ার

পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি: বাংলা এডিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন'সহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।

মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। তার বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, আর শেখ হাসিনা মানুষের স্বাধীনতা হরণ করেছিলেন।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের। এছাড়া, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক জিয়া, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর, সমাজকল্যাণ পেশাজীবী সভাপতি খলিলুর রহমান এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close