শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত মনোনয়নপ্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১১:২৭

শেয়ার

তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত মনোনয়নপ্রত্যাশীরা
ফাইল ছবি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সাথে পৃথকভাবে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত চলে এই সভা।

ধারাবাহিক বৈঠকের শেষ পর্বে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে মত বিনিময়কালে তারেক রহমান যখন নিজের মা খালেদা জিয়ার ত্যাগের কথা বলেন তখন উপস্থিত নেতাদের মধ্যে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।

সভায় প্রত্যেক বিভাগের নেতাদের নির্বাচনি পরিস্থিতি, ঐক্য রক্ষা ও ষড়যন্ত্র মোকাবিলা নিয়ে দিকনির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘আমার মা মৃত্যুর মুখোমুখি ছিলো। ইচ্ছে করলে মাকে নিয়ে আসতে পারতাম। কিন্তু মা তো আপনাদের ছেড়ে আসেননি। ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও মা আপনাদের ত্যাগ করেননি। যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আমার মাকে ৪০ বছরের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মা তার সন্তানকেও হারিয়েছেন। কিন্তু সেই মা কখনো আপস করেননি। কারণ, তার লক্ষ্য ছিলো একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। ইচ্ছে করলে মা আপোষ করতে পারতেন, তবুও করেননি। কারণ, মা জানতেন এই আপোষ জনগণকে দূরে সরিয়ে দেবে।’

এর আগে, গত রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারেক রহমান।



banner close
banner close