ধর্ষণ, অপহরণ এবং ধর্মীয় উসকানির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ইসকন সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী
বৃহস্পতিবার এক বিবৃতিতে ফাহিম ফারুকী বলেন, ইসকন এখন কেবল একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি দেশবিরোধী ষড়যন্ত্রের ঘাঁটিতে পরিণত হয়েছে। সম্প্রতি একজন মসজিদের ইমামকে অপহরণ করে নির্যাতনের পর ফেলে রেখে যায় ইসকন সদস্যরা। এমনকি বুয়েটের ঘটনাতেও দেখা গেছে, ইসকনের সদস্যরা টার্গেট করে মুসলিম মেয়েদের ধর্ষণ করছে।
তিনি আরও বলেন, এই কর্মকাণ্ড দেশের শান্তি, ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। রাষ্ট্রের দায়িত্ব এখনই ব্যবস্থা নিয়ে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী সতর্ক করে বলেন, যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ইসকনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশে ভয়াবহ সংঘাত ডেকে আনবে।
তিনি সরকারকে আহ্বান জানান, ইসলামবিরোধী কার্যকলাপ ও বিদেশি প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং ইসকনের মতো সংগঠনকে আইনের আওতায় আনতে হবে।
মঞ্চ ২৪ জানায়, তারা সারাদেশে প্রতিবাদ ও সচেতনতা কর্মসূচির মাধ্যমে ইসকন নিষিদ্ধের দাবি তুলে ধরবে।
আরও পড়ুন:








