বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

শরীয়তপুরে এনসিপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৫:৩৯

শেয়ার

শরীয়তপুরে এনসিপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

শরীয়তপুর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহবায়ক ইমরান আল নাজির, এনসিপির শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন মিন্টু, সদস্য অলি উল্যাহ জাবের, কু্দ্দুস হাওলাদার, সামসুন্নাহার সিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার মূখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ইনসাফ ও সাম্যের দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়েছে। এনসিপির গণ মানুষের অধিকার আদায়ের জন্য গঠিত হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে সমাজের ভাল মানুষদের রাজনীতিতে আসতে হবে। ভাল মানুষ রাজনীতিতে আসলেই এই সমাজ তথা দেশ এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



banner close
banner close