বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১৩:৩৩

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৫ ১৩:৩৫

শেয়ার

নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার সভাপতিত্বে এনজিও সমন্বয় পরিষদের নতুন কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ জিন্নাহ। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

বুধবার দুর্গাপুর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ও দুইবারের এমপি প্রার্থী অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ জিন্নাহ।

নতুন কমিটিতে ডিএসকে কর্মকর্তা রূপন কুমার সরকার সভাপতি ও রুসা বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এন আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জানা গেছে, রূপন কুমার বামপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও সাধারণ সম্পাদক এম.এন. আলমের বিরুদ্ধে রয়েছে দীর্ঘদিনের আওয়ামী সংশ্লিষ্টতার ঘোরতর অভিযোগ।

২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনসহ বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামী প্রার্থীর হয়ে সক্রিয় ভোটদস্যুর ভূমিকা রাখলেও অবৈধ টাকায় গোপন যোগসাজশের কারণে তিনি এখনো কোনো জবাবদিহির মুখোমুখি হননি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রধান অতিথি বিএনপি নেতা এম এ জিন্নাহ একইসঙ্গে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও আছেন। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠলেও ঘোর রাজনৈতিক প্রতিপক্ষ হয়েও জিন্নাহ কোনো তদন্তমূলক ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের।

পাঁচ আগস্টের পর যারা অতীতে বিভিন্ন অনিয়ম ও সহিংসতায় যুক্ত ছিলেন, তারা প্রকাশ্যে ক্ষমা না চাইলেও অদৃশ্য প্রভাবের কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে, এমন ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার, যার বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতা ও অনিয়মের অভিযোগে স্থানীয় যুবদলের পক্ষ থেকে পূর্বে সংবাদ সম্মেলন করা হয়েছিল। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক, দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন।

যোগাযোগ করা হলে বিএনপি নেতা এম এ জিন্নাহ আওয়ামী লীগ নেতার আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।



banner close
banner close