বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

মুন্সিগঞ্জের ছাত্রলীগ নেতা সাগর ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ১০:৩৭

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৫ ১০:৪০

শেয়ার

মুন্সিগঞ্জের ছাত্রলীগ নেতা সাগর ঢাকায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত একটার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগের পদবী ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র ছিলেন সাজ্জাত হোসেন সাগর।

পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি সাগর। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাগরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পরে ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, চব্বিশের চার আগস্ট মুন্সিগঞ্জে তিন জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।



banner close
banner close