বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

যাত্রাবাড়ী হত্যা মামলায় আনিসুল হক-সালমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ; এনায়েত করিমের ফের পাঁচ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৩:৩৮

শেয়ার

যাত্রাবাড়ী হত্যা মামলায় আনিসুল হক-সালমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ; এনায়েত করিমের ফের পাঁচ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী থানা হত্যাচেষ্টা সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মন্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে এই মামলায় দুই দফায় সাত দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অন্যদিকে যাত্রাবাড়ী থানা হত্যা মামলা সাবেক এমপি মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশেরে রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না’মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন



banner close
banner close