বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ছাত্র না হয়েও কলেজ ছাত্রদলের সভাপতি ইমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ২৩:৪৬

শেয়ার

ছাত্র না হয়েও কলেজ ছাত্রদলের সভাপতি ইমন
ফাইল ছবি

গত ১৮ অক্টোবর বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। তবে ছাত্র না হওয়া স্বত্ত্বেও শরণখোলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি করা হয়েছে তাহিরুল ইসলাম ইমনকে। আজ ২১ অক্টোবর, ২০২৫ কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রে মিলেছে এমন তথ্য।

প্রত্যয়নপত্রে বলা হয়েছে, তাহিরুল ইসলাম ইমন, পিতাঃ মোঃ কামাল হাওলাদার, গ্রামঃ রায়েন্দা বাজার, ডাকঘরঃ রায়েন্দা-৯৩৩০, উপজেলাঃ শরণখোলা, জেলাঃ বাগেরহাট। সে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে স্নাতক(পাস ও সম্মান)- এর ২০২০-২০২১ থেকে ২০২৪-২০২৫ খ্রি. পর্যন্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়।

এদিকে কমিটি প্রকাশের পর তাৎক্ষণিক ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ ও পদত্যাগ করেন অনেক ছাত্রনেতা।

এছাড়া গত ১৯ অক্টোবর অত্র কমিটিতে দুর্দিনের ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগ ও অছাত্র দিয়ে কমিটি গঠনের অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।

এসময় অত্র কলেজের শত শত সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সদ্য ঘোষিত কমিটি থেকে পদত্যাগ, ক্ষোভ প্রকাশ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা ছাত্রনেতাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নাঈম ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম ও মাহফুজ তালুকদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন সাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন খান, মোঃ নাছিম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন ফকির সহ অত্র কমিটির ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন সাকিব অভিযোগ করে বলেন, সভাপতি তাহেরুল ইসলাম ইমনের অত্র কলেজের ছাত্রত্ব নেই। এছাড়া কমিটিতে অনেক ছাত্রলীগ কর্মী আছে, এরা কীভাবে আসলো? আমি কেন্দ্রীয় ছাত্রদলকে বলবো, আপনাদের টিম লিডাররা ছাত্রলীগ দিয়ে কমিটি দিয়েছে, যা ছাত্রছাত্রীরা মানে না।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম বলেন, কমিটির অধিকাংশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলো এবং অনেকের ছাত্রত্ব নেই। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা ছিল, কলেজ কমিটি গঠনের ক্ষেত্রে যাদের ছাত্রত্ব আছে তাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।

এসময় স্লোগানে স্লোগানে যুগ্ম সাধারণ সম্পাদক শিপন খান বলেন, ছাত্রলীগ দিয়ে কমিটি মানি না, মানবো না।



banner close
banner close