বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ২২:৩৮

শেয়ার

জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বরাতে পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ।

পোস্টে আরও নিশ্চিত করা হয় যে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ আছেন।

ডা. তাহের বাংলাদেশের একজন পরিচিত চিকিৎসক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি কুমিল্লা-১১ (পূর্ববর্তী কুমিল্লা-১২) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, তিনি শিশু-কিশোরদের মাসিক পত্রিকা ‘নতুন কিশোরকণ্ঠর প্রতিষ্ঠাতা।



banner close
banner close