ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল রবিবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে।
রবিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তাদের।
দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন।
তবে, ঠিক কী কারণে এনসিপির এ প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে সে বিষয়ে বার্তায় কিছু বলা হয়নি।
এর আগে, গত নয় অক্টোবর প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন এনসিপির প্রতিনিধিদল।
আরও পড়ুন:








