বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

আহত জুলাইযোদ্ধা আতিকুলের সাথে দেখা করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ০৯:০৪

শেয়ার

আহত জুলাইযোদ্ধা আতিকুলের সাথে দেখা করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন।

তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হওয়ার পর ডান হাত হারান তিনি।

শুক্রবার সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের হামলায় আবারো আহত হন আতিক।

তিনি‌ আরও জানান, শনিবার রাত নয়টায় উত্তরার আজমপুরের বাসায় নাহিদ ইসলাম তাকে দেখতে যান। এ সময় আতিকের স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন নাহিদ ইসলাম।



banner close
banner close