মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:০৪

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:২২

শেয়ার

জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

জুলাই সনদের আইনগত ভিত্তি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় পৃথকভাবে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার ১৫ অক্টোবর তবে বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে দুই দল তাদের নিজ নিজ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পাঁচ দফা মানববন্ধনে বক্তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ মোট পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন করা।

পিআর পদ্ধতিতে নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা।লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিচার ও শাস্তির দাবি, দেশে ঘটে যাওয়া জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি: জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

পৃথক মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির অ্যাড. রুহুল আমিন, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সভাপতি দারুস সালাম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাড. হাসিবুল ইসলাম।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তুষার ইমরান সরকার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।



banner close
banner close