মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নারায়ণগঞ্জে বিনা নোটিশে কার্যালয় উচ্ছেদে বিএনপির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১০:২২

শেয়ার

নারায়ণগঞ্জে বিনা নোটিশে কার্যালয় উচ্ছেদে বিএনপির ক্ষোভ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে রাজউকের জমিতে স্থাপিত বিএনপির কার্যালয় বিনা নোটিশে উচ্ছেদ করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার সকালে পূর্বাচল উপশহরের ১৭ নং সেক্টরে দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উচ্ছেদ করে রাজউক। একইসাথে ১০টি দোকান ও একটি হোটেলও উচ্ছেদ করা হয়। জানা গেছে, ১৭ নং সেক্টরের ৩০১ নং রোডে জিজি-৩ এর পরিত্যক্ত জমিতে স্থানীয় নেতাকর্মীরা ১৮ লাখ টাকা ব্যয়ে কার্যালয় স্থাপন করেন।

কয়েক দিনের মধ্যে কার্যালয় উদ্বোধন করার কথা ছিলো। কার্যালয়টি বিলাসবহুল আসবাবপত্র দিয়ে সজ্জিত করা হয়েছিলো। এসিও লাগানো হয়েছিলো।

বিএনপি নেতা আল মামুন ভূঁইয়া বলেন, রাজউকের পরিত্যক্ত জমিতে আমরা বিনিয়োগ করেছি। কোনো নোটিশ ছাড়াই আমাদের কার্যালয় ভেঙে দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।



banner close
banner close