মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গাজীপুর জেলা প্রশাসকের নিকট পাঁচ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১৬:০১

শেয়ার

গাজীপুর জেলা প্রশাসকের নিকট পাঁচ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি
ছবি: বাংলা এডিশন

গাজীপুরে জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার দুপুরে গাজীপুরের শিববাড়ি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

দাবীগুলো হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের আয়োজন।জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু।সবার জন্য সমান সুযোগ নিশ্চিত।অতীতের দমন–নিপীড়ন ও গুম–খুনের বিচার। স্বৈরাচারের দোসর দলসমূহের কার্যক্রম নিষিদ্ধ করা। সমাবেশে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন,“জুলাই জাতীয় সনদ জাতির আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। জনগণের ত্যাগকে অর্থবহ করতে হলে এই সনদকে দ্রুত আইনি স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে পিআর পদ্ধতি চালু করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সময়ের দাবি।”

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হলেও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী মনে করে, এ সনদকে আইনি স্বীকৃতি প্রদান না করলে জনগণের আন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়,“অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা জরুরি। এটি ভোটের সঠিক মূল্যায়ন, রাজনৈতিক ভারসাম্য ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।”

এ ছাড়া অতীতের দমন–নিপীড়ন, গুম–খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।স্মারকলিপিতে আরও বলা হয়,“দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরে আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং আগামি নির্বাচন হবে সত্যিকারের গণতান্ত্রিক।”

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিন, মোঃ খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, মোঃ সালাহ উদ্দিন আইউবী, শাহ আলম বকশী, অধ্যাপক ড. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



banner close
banner close