নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাদের মধ্যে মনোনয়ন নিয়ে স্পষ্ট বিভক্তি তৈরি হয়েছে। দল এখনো কারো মনোনয়ন চূড়ান্ত না করলেও ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল নিজেকে প্রার্থী ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য মনোনয়নপ্রত্যাশীরা।
শনিবার রায়পুরার হাঁটুভাঙ্গা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় ছয় মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে এসে বকুলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা বলেন, বকুল বিভ্রান্তিমূলকভাবে নিজের প্রার্থিতা তুলে ধরে দলীয় ঐক্যে ফাটল ধরাচ্ছেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির জামাল আহমেদ চৌধুরী, মহসিন হোসাইন বিদ্যুৎ, এম এন জামান, রফিকুল আমিন ভূঁইয়া রুহেল ও জাহাঙ্গীর আলম বাদল। তারা প্রত্যেকে এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী।
রফিকুল আমিন রুহেল অভিযোগ করেন, বকুল আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা রাখছেন এবং বিতর্কিত ব্যক্তিদের রক্ষা করছেন। মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, ‘দল এখনো কাউকে মনোনয়ন দেয়নি, তৃণমূলের মতামত প্রাধান্য পেলে বিভ্রান্তি দূর হবে।’
বক্তারা আশা প্রকাশ করেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে।
অন্যদিকে, ইঞ্জিনিয়ার বকুল বলেন, তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার মতে, ব্যক্তিগত ঈর্ষা থেকেই তাঁকে সভায় ডাকা হয়নি এবং তাঁকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করা হচ্ছে।
বিএনপির এই আসনে প্রার্থী বাছাই নিয়ে অভ্যন্তরীণ কোন্দল স্পষ্ট হলেও সব পক্ষ দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আরও পড়ুন:








