মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

বিপ্লব রক্ষায় ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ১০ অক্টোবর প্রতিবাদ সম্মেলনের ডাক দিল মঞ্চ ২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৮:১২

শেয়ার

বিপ্লব রক্ষায় ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ১০ অক্টোবর প্রতিবাদ সম্মেলনের ডাক দিল মঞ্চ ২৪
ছবি: বাংলা এডিশন

জুলাই বিপ্লব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানিয়ে ১০ অক্টোবর প্রতিবাদ সম্মেলনের ডাক দিয়েছে মঞ্চ ২৪। আজ এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যের কবর রচনা করে আজাদীর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। দিল্লির আধিপত্য এই জমিন আর সহ্য করবে না। অপরাধ করলে কোনো উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না। সেফ এক্সিটের চিন্তা করে লাভ নাইজনগণ নিজ হাতে জবাব নেবে।

মঞ্চ ২৪ জানায়, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে স্বাধীনচেতা জাতিসত্তার পুনর্জাগরণের প্রতীক। সেই বিপ্লবের অর্জনকে বিনষ্ট করতে ভারতীয় গোয়েন্দা ও কূটনৈতিক মহল যে তৎপরতা চালাচ্ছে, তার বিরুদ্ধেই এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। জুলাই বিপ্লবের অঙ্গীকারই আজকের প্রতিরোধের অনুপ্রেরণা। জনগণের হাতে বিপ্লবের ধারা অব্যাহত থাকবে, কোনো বিদেশি শক্তি তা দমিয়ে রাখতে পারবে না।

তিনি আরও জানান, ১০ অক্টোবরের এই প্রতিবাদ সম্মেলনে শিবির, ছাত্রদলসহ সকল দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও মুক্তিকামী শক্তিকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির দাবিবাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক ও নীতিগত স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যে ভারতীয় আধিপত্য ও হস্তক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্য গড়ে তুলতে হবে।

ফাহিম ফারুকী বলেন, বাংলাদেশ কোনো উপনিবেশ নয়। এই দেশের নীতি, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকোনো বিদেশি শক্তি নয়। মঞ্চ ২৪ সেই মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়ছে এবং জনগণের শক্তিকেই এই লড়াইয়ের মূল হাতিয়ার মনে করে।



banner close
banner close