মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

প্রায় সাত বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ২৩:৪২

শেয়ার

প্রায় সাত বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া
ফাইল ছবি

রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করতে যাচ্ছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।

দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যান খালেদা জিয়া। ৫ আগস্টের পর এই প্রথম পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজের বাইরে বাসা থেকে বের হয়েছেন বিএনপি প্রধান।



banner close
banner close