মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জাতীয় ঐক্যের পথে ইগো সমস্যা বড় বাধা: এবি পার্টি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ২৩:১২

আপডেট: ৮ অক্টোবর, ২০২৫ ২৩:১৩

শেয়ার

জাতীয় ঐক্যের পথে ইগো সমস্যা বড় বাধা: এবি পার্টি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত এবং এনসিপির 'ইগো সমস্যা'ই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পথে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠকে তিনি বলেন,

দেশের মানুষ ঐক্য চায়, শান্তি চায়। কিন্তু কিছু দল এখনো সংঘাতের রাজনীতি ধরে রেখেছে। সরকার যাদের নিয়ে নিউইয়র্ক সফরে গেছেতাদের দ্বিমত ও গোঁড়ামিই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

গণভোট নিয়ে দ্বিধা

তিনি বলেন, গণভোট আয়োজন নিয়ে দলগুলোর মধ্যে স্পষ্ট বিভক্তি আছেজাতীয় নির্বাচনের আগে হবে, নাকি একই দিনে হবেতা নিয়েই ধোঁয়াশা। সরকার ও কমিশনের উচিত, সকল পক্ষের কথা শুনে সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা।

জুলাই সনদ আদেশ নিয়ে প্রশ্ন

জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে হবে—‘সংবিধান আদেশ, ‘অধ্যাদেশ, না ‘জুলাই সনদ আদেশ?—এ নিয়েও দ্বিধা রয়েছে বলে জানান মঞ্জু। বলেন, শব্দের বিতর্কে আমরা আসল কাজ পিছিয়ে দিচ্ছি। এভাবে চললে সীমান্তের ওপারের বিভক্তির রাজনীতি আমাদের ওপরই প্রভাব ফেলবে।

গণভোটই চূড়ান্ত সমাধান: এবি পার্টি

দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, জুলাই সনদ নিয়ে সব দলের মধ্যে ঐকমত্য হয়নি। গণভোটে জনগণের পক্ষে রায় গেলে, যারা ‘নোট অব ডিসেন্ট দিয়েছে, তারা জনরায়ের মাধ্যমে প্রত্যাখ্যাত হবে।

বৈঠকে এবি পার্টির প্রতিনিধি দল

বৈঠকে এবি পার্টির পক্ষে অংশ নেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, এবং ব্যারিস্টার সানী।

সভায় সভাপতিত্ব করেন ড. আলী রীয়াজ এবং সঞ্চালনা করেন মনির হায়দার।



banner close
banner close