মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

ছাত্রদল নেতার ঘরে অস্ত্র: আটক পাঁচ, প্রধান আসামি পলাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১৮:২৯

আপডেট: ৬ অক্টোবর, ২০২৫ ১৮:৩৩

শেয়ার

ছাত্রদল নেতার ঘরে অস্ত্র: আটক পাঁচ, প্রধান আসামি পলাতক
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের এক নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে চালানো পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযুক্ত ছাত্রদল নেতা জুবায়ের আল মামুন এখনও পলাতক রয়েছেন।

জানা গেছে, গাজীপুর জেলা ডিবি পুলিশের অভিযানে প্রথমে গাজীপুর ও শ্রীপুর এলাকার তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার ইমরান হোসেন (২২), গাজীপুর সদরের ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরীর লাগালিয়া এলাকার মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুরের মুলাইদ এলাকার শাহারিয়ার রহমান সাদাফ (২২) এবং কেওয়া পশ্চিমখন্ড দারোগারচালা এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।

ডিবি পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ জানান, আটক শাহারিয়ার রহমান সাদাফের দেয়া তথ্য অনুযায়ী তার ফুফাত ভাই জুবায়ের আল মামুনের বাসায় অভিযান চালানো হয়। তিনি শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার এলাকার আবদুল খালেকের ছেলে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

তার বাড়ির ওয়্যারড্রব তল্লাশি করে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মামুন পালিয়ে যান।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে হাজির করা হয়েছে।

তবে প্রধান অভিযুক্ত জুবায়ের আল মামুন এখনও পলাতক। তার বিরুদ্ধে এত বড় অভিযোগ ওঠার পরও ছাত্রদলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে।



banner close
banner close