মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জমি দখল ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ২৩:২৪

আপডেট: ৫ অক্টোবর, ২০২৫ ২৩:২৪

শেয়ার

জমি দখল ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে জমি দখলের চেষ্টা ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার নির্বাচনী অফিসে হামলার অভিযোগে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম (৪৮)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) সুমন চক্রবর্তী।

থানায় দায়ের করা মামলার বরাতে জানা যায়, বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল আলিম তার ভাই আব্দুল হকসহ আরও কয়েকজনকে নিয়ে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রফিকের জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২২ সালের ২২ অক্টোবর আদালত রফিকের অনুকূলে সাত শতাংশ জমির দখল বুঝিয়ে দেয়। প্রায় চার দশক ধরে উক্ত জমি রফিকের দখলে রয়েছে বলেও আদালতের নথিতে উল্লেখ আছে।

আদালতের রায় উপেক্ষা করে বিএনপির নেতা আলিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় জমিটি দখলের চেষ্টা করেন। শুধু তাই নয়, মানিকগঞ্জ১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী অফিসেও হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা সুমন চক্রবর্তী জানান, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আলিমকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close