মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বিএনপিকে শক্তিশালী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান নজরুল ইসলাম খানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ০৯:৪৩

শেয়ার

বিএনপিকে শক্তিশালী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান নজরুল ইসলাম খানের
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিএনপিকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিগত ১৭ বছরের লড়াই-সংগ্রামে প্রবাসীরা যে অবদান রেখেছেন, তা দলকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এখন বাংলাদেশের প্রয়োজন বিএনপির মতো অভিজ্ঞ রাজনৈতিক দলের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা।

শনিবার বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এতে মালয়েশিয়া, মালদ্বীপ, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতারা অংশ নেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের নেতৃত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটের অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নেতারা আরও বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তি নন, তারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারারও অপরিহার্য অংশ। তাই প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।



banner close
banner close