বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আগামী নির্বাচনে জামায়াত ৩০০ আসনে প্রার্থী দিয়ে পূর্ণাঙ্গ নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করেছে।’ তিনি বলেন, ‘জামায়াতের প্রতিটি কর্মীকে এখন থেকেই পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনি মাঠে নামতে হবে।’
শুক্রবার বেলা ১১টায় খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭–২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘দ্বীনকে সংসদে পাঠানোর এখনই উপযুক্ত সময়। এ সময়কে কাজে লাগাতে যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের আবারো সক্রিয় হতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রাকিব হোসাইন।
আরও পড়ুন:








