নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে জটিলতায় শেষমেষ একীভূত হওয়া হচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের। তরুণদের এই দুই রাজনৈতিক দলের এক হওয়ার আলোচনা বেশ জোরালো হলেও কয়েকটি ইস্যুতে সমঝোতা না হওয়ায় তা ভেস্তে গেছে। যদিও দল দু’টির শীর্ষ পর্যায়ের নেতারা প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলছেন না।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দুইদলের একীভূত আলোচনার সূত্রপাত। এরপর বৈঠকে বসেন দুইদলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে তারা ইতিবাচক বার্তা দিলেও দলের নাম, নেতৃত্ব কাঠামো ও সাংগঠনিক অবস্থান নিয়ে দ্বন্দ্বে অগ্রসর হয়নি আলোচনা। উভয় দলের কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে বা আভাসে একীভূত হওয়ার বিরোধিতা করেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এনসিপি ও গণঅধিকার পরিষদের বৈঠকে দুইদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানেই আলোচনা হয়েছে। এরপর আর কোনো আলোচনা হয়নি।
অন্যদিকে, ‘জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, ‘এনসিপির কারো সাথে যাওয়ার কোনো প্ল্যান নেই। কেউ যদি এনসিপিতে আসতে চায় সেটাকে আমরা সবসময় স্বাগত জানাই। গণঅধিকার পরিষদ এনসিপিতে আসতে চেয়েছিলো।’
আলোচনা শুরুর সময় দুই পক্ষের তরফ থেকে তরুণদের শক্তিকে এক করার মহৎ উদ্দেশ্যের কথা বলা হলেও শেষ পর্যন্ত নেতৃত্বের প্রশ্নেই উদ্যোগটি মুখ থুবড়ে পড়েছে।
আরও পড়ুন:








