সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাজীপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় মঞ্চ ২৪–এর তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ২২:১০

শেয়ার

গাজীপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় মঞ্চ ২৪–এর তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি
ছবি: সংগৃহীত

আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ পন্থী অরাজনৈতিক প্রেসার গ্রুপ মঞ্চ ২৪ গাজীপুরের সুরাবাড়ীতে পূজা মণ্ডপের পাশে আট বছরের এক মুসলিম শিশু কন্যাকে ধর্ষণের নিন্দা জানাচ্ছে এবং এ ঘৃণ্য অপরাধের দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

ঘটনার আসামি ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করলেও আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার ছাড়া এই অপরাধের কোনো সমাপ্তি হবে না। শিশুটি ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং সমাজকে সতর্ক করছিনারী ও শিশুদের জন্য এ রাষ্ট্র অনিরাপদ হয়ে উঠছে।

এর আগের দিন হালুয়াঘাটে এক গারো তরুণী ধর্ষণের শিকার হয়েছেন, আর পরদিনই গাজীপুরে এই নির্মম ঘটনা ঘটে। এ ধারাবাহিকতা স্পষ্ট করে দেয়রাষ্ট্র ও সমাজ নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

মঞ্চ ২৪ দৃঢ়ভাবে জানাচ্ছেবাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদের কোনো স্থান নেই। সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি আমাদের সহানুভূতি ও সম্মান থাকবে, কিন্তু যে কোনো উগ্রবাদী শক্তি ও অপরাধীর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।

আমরা সরকারকে আল্টিমেটাম দিয়ে জানাচ্ছিএই জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে মঞ্চ ২৪ দেশের জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের পথে নামবে।



banner close
banner close