সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাংলা বসন্ত নিয়ে জাতিসংঘে এনসিপি নেতাদের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৪:২০

শেয়ার

বাংলা বসন্ত নিয়ে জাতিসংঘে এনসিপি নেতাদের আলোচনা
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া রাজনৈতিক জাগরণ ‘বাংলা বসন্ত’ এখন আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র নেতারা সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন এবং বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘জেন-জি’ প্রজন্মের নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা ও দাবি নিয়ে মত বিনিময় করেছেন।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দলের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে জাতিসংঘে অংশগ্রহণ করেন। তারা বাংলা বসন্তের নেতা হিসেবে বিভিন্ন ফোরামে নিজেদের রাজনৈতিক ভাবনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন বলে জানা গেছে।

তবে তাদের দেশে ফেরার দিনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়। সাংবাদিকদের সঙ্গে এনসিপির কিছু নেতাকর্মীর অসদাচরণের অভিযোগ ওঠে, যা দলটির পক্ষ থেকে দুঃখজনক ও নিন্দনীয় বলে আখ্যায়িত করা হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রমাণসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি বলেছে, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় সাংবাদিক ভাই-বোনেরা আমাদের সহযাত্রী। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষাই আমাদের অগ্রাধিকার। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। ভবিষ্যতে আরও সতর্ক থাকা হবে এবং সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলীয়ভাবে কাজ করা হবে।’

দলটি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকরা যেভাবে পাশে থেকেছেন, তা অসাধারণ। ভবিষ্যতেও একইভাবে সহযোগিতা প্রত্যাশা করে এনসিপি।



banner close
banner close