মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী এক জরুরি বিবৃতিতে বলেছেন, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দল যে মানবতাবিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুম এবং দমন-নিপীড়নের রাজনীতি চালিয়েছে – তার বিচার নির্বাচন-পূর্বেই সম্পন্ন করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ‘খুনি হাসিনা ও তার সহযোগীদের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দমন অভিযান চালানো হয়েছে। নিরস্ত্র আন্দোলনকারীদের গুলি করে হত্যা, ঘরে ঘরে তল্লাশি, গণগ্রেফতার, এবং পরিকল্পিত গুম—সবই ছিল গণতান্ত্রিক আন্দোলন দমন করার কৌশল।’
ফাহিম ফারুকী আরও বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলিতভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই শুধু আওয়ামী লীগের নয়, জাতীয় পার্টির নেতৃত্বেও যারা এই হত্যাযজ্ঞে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মঞ্চ ২৪ এই বিচারের দাবিতে রাজপথে থাকবে। খুনি ও দালালদের বিচার সম্পন্ন না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না।’
ফাহিম ফারুকী সকল বিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, খুনি চক্রের সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এবং তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক হবে।
আরও পড়ুন:








