রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জ-তিন আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ১৯ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৭

শেয়ার

সিরাজগঞ্জ-তিন আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ১৯ জন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-তিন আসনে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে।

রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা এবং সলঙ্গা থানার একাংশ নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার চার লাখ ১৪ হাজার ৮৪৩ জন। এর মধ্যে নারী দুই লাখ ছয় হাজার ৩৭৫, পুরুষ দুই লাখ আট হাজার ৪৬৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন।

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন অন্তত ১৯ জন। এর মধ্যে রয়েছেন শিল্পপতি রুহী আফজাল, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল ইসলাম শিশির, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিদ মান্নান লেনিন, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ব্যারিস্টার আব্দুল বাতেন, স ম আফছার আলী, অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, দুলাল হোসেন খান, অধ্যাপক আব্দুল হাকিম, আব্দুল আলীম, নাসির উদ্দিন, সবুজ্জল হোসেন উজ্জ্বল, রাকিবুল আলম মিঞা অপু, সাব্বির আহম্মেদ, সাজেদল ইসলাম আঙ্গুর ও রেজাউল করিম সরকার।

বিএনপির বাইরে জামায়াতে ইসলামী একক প্রার্থী হিসেবে ড. আব্দুস সামাদের নাম ঘোষণা করেছে। জাতীয় নাগরিক শক্তি (এনসিপি) থেকে প্রার্থী হয়েছেন নূরুল ইসলাম উজ্জল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক এএইচএম মহিবুল্লাহ মহিব।

সব মিলিয়ে সিরাজগঞ্জ-তিন আসনে ধানের শীষের দাবিদার ১৯ জন, দাঁড়িপাল্লার একজন, এনসিপির একজন এবং স্বতন্ত্র প্রার্থী একজন নির্বাচনি প্রচারণায় সক্রিয় রয়েছেন। তফসিল ঘোষণার আগে প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।



banner close
banner close