রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

‘এস আলমের টাকায় অনেক দল হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৮

শেয়ার

‘এস আলমের টাকায় অনেক দল হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে’
ফাইল ছবি

এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলার বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে জুলাই গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দায় ও দরদের রাজনীতির পরিবর্তে অতীতের দ্বন্দ্ব ও বিভাজনের রাজনীতি আর হাসিনার দিল্লি ও চোরদের সর্দার এস আলমের টাকায় নতুন কোনো ষড়যন্ত্র বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ইতোমধ্যে এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে।

তিনি বলেন, নির্বাচন পিছিয়ে বাংলাদেশকে আবার দিল্লির পুরানো কোনো লেন্দুপ দর্জির হাতে তুলে দিতে চাইলে সেই চক্রান্ত ডাইনোসরের মত মুছে যাবে।

এ সময় মানিকগঞ্জের সমস্যা তুলে ধরে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিট্রিশ পরবর্তী প্রত্যেক সরকারে মানিকগঞ্জ থেকে মন্ত্রী হয়েছে, অথচ মানিকগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। এজন‍্য নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করবে, যেখানে সেবার নামে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা রাজনৈতিক দল হিসেবে একে অন‍্যের সমালোচনা ও প্রতিযোগিতা করবো কিন্তু নোংরা ভাষা, মারামারির রাজনীতি আমরা কেউ করবো না।

গণসমাবেশে এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছায়া কমিটি বিষয়ক সম্পাদক ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান, জেলার এবি পার্টির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম জনি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।



banner close
banner close