আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল ১০টার দিকে শহরের সার্কিট হাউজ সংলগ্ন হৃদয় তারুয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাজীপাড়া, বনানী, পুরান বাজার লঞ্চঘাট হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও পটুয়াখালী-এক আসনের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান এবং জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর।
বক্তারা অভিযোগ করেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়। তারা বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না।’
জামায়াতের পাঁচ দফা দাবি গুলো হলো:
১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে বাধা বন্ধ করা।
৫. গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও সব মামলা প্রত্যাহার।
আরও পড়ুন:








