রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে মঞ্চ ২৪-এর আন্দোলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১২

শেয়ার

জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে মঞ্চ ২৪-এর আন্দোলন শুরু কাল
ছবি: বাংলা এডিশন

জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবিতে কাল (বৃহস্পতিবার) থেকে দেশজুড়ে জোরালো আন্দোলন শুরু করতে যাচ্ছে মঞ্চ ২৪। সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী জানিয়েছেন, বিকেল ৪টায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনের পরপরই লীগ বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হবে বলে জানা গেছে। এ ছাড়া ছাত্র ও নাগরিক সমাজকে নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফাহিম ফারুকী।

তিনি বলেন,জুলাই বিপ্লবের চেতনায় সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমরা এক মঞ্চে আনতে চাই। জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ না হলে মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণাঙ্গ বাস্তবায়ন অসম্ভব।

মঞ্চ ২৪-এর নেতারা মনে করেন, জাতীয় পার্টি এবং ১৪ দল মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের অবমূল্যায়ন ও জনগণের অধিকার হরণের জন্য দায়ী। তাই এসব দলকে নিষিদ্ধ করা না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সংগঠন সূত্রে জানা গেছে, কালকের সংবাদ সম্মেলন থেকেই “জুলাই বিপ্লবের ধারক সব ছাত্র ও নাগরিক সংগঠনকে একত্রিত করার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এতে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলনের নতুন ধারা সূচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



banner close
banner close