রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

এনসিপির মার্কা শাপলাই হতে হবে, বিকল্প কোন অপশন নেই: সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪২

শেয়ার

এনসিপির মার্কা শাপলাই হতে হবে, বিকল্প কোন অপশন নেই: সারজিস
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এরপ্রেক্ষিতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপির মার্কা শাপলাই হতে হবে, বিকল্প কোন অপশন নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সামাজিকমাধ্যম ভেরিভায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সারজিস বলেন, ইসি সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়; বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।

তিনি আরও বলেন, এনসিপি যেদিন প্রথম নিবন্ধনের জন্য আবেদন করেছিল, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কার কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে? প্রশ্ন রাখেন সারজিস।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নেই। নাহলে কোন নির্বাচন কিভাবে হয়, আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নিব।



banner close
banner close