রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাহত করছে: আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৭

শেয়ার

কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাহত করছে: আহমেদ আযম খান
ছবি: সংগৃহীত

কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রবিবার টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেভাবে দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদীরা, সেই জায়গা থেকে আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই, কিন্তু সেখানে কতিপয় দল বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

আহমেদ আযম খান বলেন, ‘তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশে আসার জন্য তিনি প্রস্ততি নিচ্ছেন। আমারাও ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছি।’

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



banner close
banner close