রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জীবননগরে ধানের শীষের লিফলেট বিতরণ

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

জীবননগরে ধানের শীষের লিফলেট বিতরণ
ছবি: বাংলা এডিশন

জীবননগরে যুবদলের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসেনর বিএনপির প্রার্থী বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু পক্ষ হয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জীবননগর আখ সেন্টার এলাকায় এই লিফলেট বিতরণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। পরে প্রধান সড়ক ধরে জীবননগর বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরা হয়।

এসময় যুবদলের নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষ জন্য কাজ করছেন।

তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্তীতি করবেন না।

তারা আরও বলেন, বাবু খান মন্ত্রী হলে জীবননগরসহ চুয়াডাঙ্গা তথা খুলনা বিভাগের উন্নয়ন হবে। এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শামীম ও সরোয়ার হোসেন ও মিনাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আলিম, মিঠু ও ইউনূস, যুবদল নেতা ইয়াদুল, মো. রাজা মালিথা, টিপু সুলতান, সাইদুর, মিনা, সাঈদ প্রমুখ।



banner close
banner close