বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই সরকার গঠনে জনগণের ইচ্ছা অনুযায়ী ৭০ ভাগ মানুষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে মত দিয়েছে।
শুক্রবার বিকেলে খুলনা নগরীর ডাকবাংলোস্থ সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসূচির আয়োজন করে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী।
মতিউর রহমান আকন্দ আরও বলেন, ‘ঐকমত্য কমিশনে থাকা ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছে। কিন্তু কিছু ব্যক্তি বিদ্রূপ করে বলছেন, পিআর খায় না মাথায় দেয়, এটা রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে মানায় না। পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন, দেখুন জনগণের রায় কী আসে। যদি জনগণ পিআর চায়, তাহলে আপনাদেরও সেটা মানতে হবে। আর যদি না চায়, তাহলে আমরাও মেনে নেবো। কিন্তু আপনারা তো গণভোটকে ভয় পাচ্ছেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন:








