রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৫৫

শেয়ার

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে: আমিনুল হক
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর।

শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলোয়াড় ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমিনুল হক বলেন, ‘শিশু-কিশোরদের শুধু শিক্ষায় মনোযোগী হওয়াই যথেষ্ট নয়, তাদেরকে খেলাধুলাতেও মনোযোগ দিতে হবে। শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে মানুষকে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের তরুণরাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ।’

রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন।



banner close
banner close