যুক্তরাজ্য, জাপান ও যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ওপর ধারাবাহিক সহিংস হামলার ঘটনায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স তীব্র নিন্দা জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের দোসররা এসব সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং তারা পরিকল্পিতভাবে প্রবাসে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করতে চাইছে।’
বিবৃতিতে বলা হয়, ‘লন্ডনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. ইউনুস, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রবাসী চিকিৎসক ড. ফাহিমের ওপর হামলা হয়েছে। একই ধরনের হামলা চালানো হয়েছে জাপানে এনসিপি জাপান অ্যালায়েন্সের সদস্যদের ওপর। এর আগেও যুক্তরাষ্ট্রে একই ধরনের ঘটনা ঘটেছে।’
এনসিপি ডায়াসপোরা এসব হামলাকে ‘ঘৃণাপ্রসূত অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করা কখনোই গ্রহণযোগ্য নয়।
সংগঠনটি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে, ‘এই ধরনের অপরাধে জড়িতদের সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে বর্জন করুন।’
একইসঙ্গে তারা যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আরও বলেছে, ‘বাংলাদেশ হাইকমিশনগুলোর প্রতিক্রিয়া এখন পর্যন্ত খুবই সীমিত। এটি ভুল বার্তা দিতে পারে এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে। কূটনৈতিক মিশনগুলোর উচিত স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা।’
সংগঠনটি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, তারা সব ভুক্তভোগীর পাশে রয়েছে এবং প্রবাসে কোনো ধরণের ঘৃণাভিত্তিক সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে।
আরও পড়ুন:








