রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি: জাবেদ রাসিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪৬

শেয়ার

কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি: জাবেদ রাসিন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচনে শুধু উচ্চকক্ষের জন্য এনসিপি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চাইছে বলেও জানান তিনি।

জাভেদ রাসিন বলেন, কোনো জোটে এনসিপি যাবে না, কোনো যুগপৎ আন্দোলনেও যাবে না।

এনসিপির নেতৃত্বেই আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা হবে।

এ সময় সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশে সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে উল্লেখ করে অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ণের দাবিও জানান তিনি।

সেমিনারে জাতীয় যুবশক্তির আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলামসহ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর নতুন সংবিধান না হলে তা শহীদের রক্তের সঙ্গে বেইমানি বলে মনে করেন যুবশক্তির নেতারা।



banner close
banner close