আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২-১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮টি হাজার গ্রাম বাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা হলেই সকলে দেখতে পাবে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
দুলু বলেন, বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি, দখল সন্ত্রাস করলে ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিলে কোনোভাবেই তা মানা হবে না।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। নির্বাচন আর বেশি দূরে নয়। দলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বিএনপির কথা তুলে ধরতে হবে। ধানের শীষে ভোট চাইতে হবে।
আরও পড়ুন:








