বৈষম্যবিরোধী আন্দোলনকর্মী সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে আন্দোলনকর্মী সালাউদ্দিন সুমন ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার এক বছর পর, চলতি বছরের ৬ জুলাই নিহত সুমনের স্ত্রী ফাতমা আক্তার তমা খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফিরোজ মাহমুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








