রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাবি শিক্ষার্থীদের সতর্ক হয়ে ভোট দেওয়ার আহ্বান এনসিপি নেতা মাসউদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩০

শেয়ার

ঢাবি শিক্ষার্থীদের সতর্ক হয়ে ভোট দেওয়ার আহ্বান এনসিপি নেতা মাসউদের
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের সতর্ক হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান।

হান্নান মাসউদ লেখেন, “হে ঢাবি, ভোট দেওয়ার আগে একবার ভাবুন তারিখের আগে কাদের চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন। কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মার খেয়েছে, জেল খেটেছে।

তিনি আরও বলেন, “যারা তারিখের আগে লুকিয়ে ছিল, যখন ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাচ্ছিল তখন যারা ছাত্রলীগের মিছিলে যেত তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতটা অপরিণামদর্শী হইয়েন না।



banner close
banner close