বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দক্ষিণাঞ্চলের সাদা সোনা খ্যাত গলদা চিংড়ি চাষ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই চিংড়ি শিল্পকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, চিংড়ি চাষীদের জন্য সুদমুক্ত ব্যাংক ঋণ, সহজে রেণু সরবরাহ ও অবতরণ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম রক্ষায় প্রক্রিয়াজাতকরণে মান নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি কোনো মধ্যস্বত্বভোগী যাতে অপদ্রব্য মিশিয়ে রপ্তানি ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে নজর রাখতে হবে।
সোমবার দুপুর ৩টায় খুলনার বয়রা মোস্তর মোড়ে মৎস্য অবতরণ ও বিপণন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ ফকির, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সরকারি বিএল কলেজ ছাত্র সংসদের ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশিস মন্ডল, শেখ হেদায়েত হোসেন লিখন, নিত্যানন্দ রায়, যুতুষ্টি মন্ডল প্রমুখ।
গোলাম পরওয়ার আরও বলেন, বর্ষা মৌসুমে বিল ডাকাতিয়াসহ প্রায় ১৪টি বিল তলিয়ে গিয়ে এ অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি নিষ্কাশনের সমস্যা দীর্ঘদিনের হলেও সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে সুযোগ পেলে জলাবদ্ধতা নিরসনকে প্রধান কাজ হিসেবে গ্রহণ করবেন।
২০০১ থেকে ২০০৬ সালে এমপি হিসেবে এলাকার সড়ক, মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “তখন নবীন ছিলাম, এখন অভিজ্ঞ হয়েছি। আবার সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো।”
তিনি আরও দাবি করেন, ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা ও শান্তিতে বসবাস করতে পারবে। জনগণ পরিবর্তন চায়, তারা দুঃশাসন নয়—ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গড়ে ওঠা কল্যাণ রাষ্ট্র চায়। সেই লক্ষ্যেই জামায়াত কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:








