রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বিএনপির কোনো ক্লাব সন্ত্রাসীদের আড্ডাখানা হতে পারে না: খন্দকার মাশবরত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৯

শেয়ার

বিএনপির কোনো ক্লাব সন্ত্রাসীদের আড্ডাখানা হতে পারে না: খন্দকার মাশবরত
ছবি: বাংলা এডিশন

বিএনপির কোন ক্লাব সন্ত্রাসী ও মাদকসেবীদের আড্ডাখানা হতে পারে না বলে দাবী করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে বিএনপির পার্টি অফিস উদ্বোধনকালে তার বক্তব্যে একথা বলেন।

খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, কোন অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। তাই বর্তমানের অন্তর্বর্তীকালিন সরকারও বেশি দিন থাকতে পারবেন না। তারা ফেব্রুয়ারীতে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়তে হবে। এতে দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। বিগত সাড়ে ১৫ বছর কেউ ভোট দিতে পারে নাই। এবার মানুষের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

তিনি এসময় বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্রনীতিবাজদে সর্তক করে বলেন, ৫ আগস্টের পর যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তারা বিএনপির লোক হতে পারে না।’এসময় খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান দাদন ফকিরের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস. এম. সম্রাট রোমানের সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামিনুর রহমান মিঠু।



banner close
banner close